মানিকগঞ্জ প্রতিনিধি: মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর জনস্বার্থ বিষয়ক প্রতিবেদন-২০২৪ মেন্টরশিপ পেয়েছেন সাংবাদিক জাহিদুল হক চন্দন।
২০ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় এমআরডিআইয়ের সিনিয়র প্রোগ্রাম অফিসার সামিউল বাশার অনিক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, চলতি বছর সারাদেশের জেলা পর্যায়ে জাতীয় গণমাধ্যমে (প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন) কাজ করা রিপোর্টারদের রিপোর্টিং প্রশিক্ষণ ও মেন্টরশিপের জন্য আবেদন আহবান করে এমআরডিআই। এ সকল আবেদিত আবেদন থেকে যাচাই বাছাই শেষে সারাদেশের ৩০ জন সাংবাদিককে নিয়ে দুই ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম জুন মাসে শেষ হয়। ওই দুই ব্যাচের ৩০ জন থেকে ১২ জনকে মেন্টরশিপ প্রদান করেছে এমআরডিআই। প্রশিক্ষণ চলাকালীন ক্লাসরুম পারফরম্যান্স, জমা করা প্রতিবেদন পরিকল্পনা এবং পূর্ববর্তী কাজ ও দক্ষতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ প্যানেল চন্দনকে নির্বাচিত করেন। কার্যক্রমটি দ্য এশিয়া ফাউন্ডেশন বাংলাদেশের সহযোগীতায় এমআরডিআই’র জার্নালিজম ফর ফাংশনাল ডেমোক্রেসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, সাংবাদিক জাহিদুল হক চন্দন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট পুরষ্কার-২০২২ অর্জন করেন। এছাড়া এমআরডিআইয়ের অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ-২০২২, আর্থ জার্নালিজম নেটওয়ার্ক ডেটা ভিত্তিক জলবায়ু প্রশিক্ষণ-২০২২, ডিজিটাল রাইট প্রশিক্ষণ -২০২৪ (প্রথম ব্যাচ), রাইজিংবিডি সেরা প্রতিবেদক-২০২১ ও সেরা প্রতিবেদন-২০২৩ নির্বাচিত হন।
তিনি দীপ্ত টিভি ও অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির মানিকগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available