মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে শিবালয় স্কুল শিক্ষিকা পুত্রবধুর লাঠির আঘাতে আহত হয়েছেন তার শাশুড়ি। পরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীর অভিযোগে পুলিশ শিক্ষিকাকে আটক করেছে।
২০ জুন বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলার মহাদেবপুর উক্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এমন ন্যক্কারজনক ঘটনায় ঐ শিক্ষিকার শাস্তি দাবি করেছে এলাকাবাসী।
শিক্ষিকা পুত্রবধু উপজেলার মহাদেবপুর এলাকার মুদি দোকানী পরশ সেনের স্ত্রী।
এলাকাবাসী ও পুলিশ জানায়, মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দীপা দত্তের সাথে তার বৃদ্ধা শাশুড়ী মাধুবী সেনের (৮০) কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে অযাচিতভাবে শাশুড়িকে আঘাত করা হয়। এতে বৃদ্ধা শাশুড়ির নাকের একাংশ কেটে যায়। স্থানীয়রা আহত বৃদ্ধাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হাসপাতালে কর্মরত চিকিৎসক জানান, আহত বৃদ্ধার নাকের ক্ষতস্থানে কয়েকটি সেলাই দেয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ওই শিক্ষিকা অনুতপ্ত হয়ে বলেন, পারিবারিক ভুলবোঝাবুঝির কারণে আমাদের মধ্যে এমন অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে, যা খুবই দুঃখজনক ।
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ সরকার বলেন, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে স্কুল শিক্ষিকাকে থানায় ডেকে আনা হয়েছে৷ লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available