আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় চতুর্থ পর্যায়ে জমিসহ ঘর পেতে যাচ্ছেন ৮৪টি পরিবার। ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীনদের মধ্যে জমির দলিলসহ ঘর হস্তান্তর করবেন।
সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।
টুকটুক তালুকদার জানান, উপজেলার ৬ টি ইউনিয়নের ৮৪টি ঘর পাবে ভূমিহীন ও গৃহহীনরা। ইতোমধ্যে ঘরের কাজ সম্পন্ন হয়েছে। যার মধ্যে রয়েছে, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের ছোট আখিড়া গ্রামে ৯টি, কোমারপুর গ্রামে ১৬টি, নশরতপুর ইউনিয়ন পরিষদের বিনাহালী গ্রামে ২২টি, দত্তবাড়িয়া গ্রামে ২৩টি, চাটখইর গ্রামে ৪টি, আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদের কুসুম্বী গ্রামে ৮টি ও সান্তাহার ইউনিয়ন পরিষদের দমদমা গ্রামে ২টি।
উল্লেখ্য, আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য ১ম পর্যায়ে ১০০ টি, ২য় পর্যায় ২৫টি ও ৩য় পর্যায়ে ৪৫টি ঘর পেয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available