• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৩:৪০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৩:৪০ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

২২ জুন ২০২৪ সকাল ০৮:০৭:২২

পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর মরদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদরের টিক্কারচর গোমতী নদীর ব্রিজের পাশে পুলিশের ধাওয়া খেয়ে গোমতী নদীতে ঝাঁপ দেয়ার ৭ দিন পর আজাদ হোসেন (৩৫) নামে এক অটো চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

২১ জুন শুক্রবারা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ অংশের গোমতী নদীর খেয়াঘাটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আজাদ হোসেন কুমিল্লার কোতয়ালী থানার অরন্নপুর দর্জিবাড়ির আনোয়ার মিয়ার পুত্র। তিনি পেশায় অটোরিকশা চালক।

১৪ জুন শুক্রবার সকাল ৭টায় মাদক কারবারি শাহজাহান মিয়ার পুত্র আসিফ আজাদকে অটোরিকশাসহ ভাড়ায় নিয়ে যায়। এ সময় অটোতে করে ৫ কেজি গাঁজা পাচারকালে টিক্কারচর গোমতী ব্রিজের কাছে ওঁত পেতে থাকা কুমিল্লা জেলা ডিবি পুলিশের একটি দল অটো রিকশা থামাতে সিগন্যাল দিলে গাঁজাবহনকারী আসিফ দৌড়ে পালিয়ে যায়, তার সাথে থাকা অপর এক সহযোগীকে আটক করে পুলিশ। অন্যদিকে অটো চালক আজাদ দৌড়ে গোমতী নদীতে ঝাঁপ দেয়। তার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

অবশেষে ২১ জুন শুক্রবার বিকেলে দেবিদ্বার জাফরগঞ্জ গোমতী ব্রিজের কাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়।  

দেবিদ্বার থানায় অফিসার ইনচার্জ ওসি নয়ন মিয়া বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে অপমৃত্যুর মামলা দায়ের পূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮