• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:৪২:১৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৬:৪২:১৯ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

২২ জুন ২০২৪ সকাল ০৮:২৯:১৪

বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০

লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনিগঞ্জ এলাকায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দু’ গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২১ জুন শুক্রবার বিকাল ৩টার সময় উপজেলার রমনিগঞ্জ এলাকার ফেডারেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুরে ওই গ্রামের আব্দুর রহমানের মেয়ে রুমানা বেগমের বিয়ে উপলক্ষে এলাকাবাসীকে বিয়ের দাওয়াত খাওয়ানো হচ্ছিলো। এ সময় পাশের বাড়ির আমের আলীর বাড়িতে মিলাত মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।এস সময় আব্দুর রহমান এর ছেলে সাকিল সাউন্ড বক্স বাজিয়ে গান শুনছিল, এসময় আমের আলী সাকিলকে বক্স বাজাতে নিষেধ করে। সাকিল তখন আরো জোরে বক্স বাজালে প্রতিবেশী আব্দুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আমের আলী বলেন, আমাদের বাড়িতে মিলাদ মাহফিল চলছিল। আমরা মানা করায় ওরা চড়াও হয়ে মারধর করে। আমাদের ছয় জন আহত হয়েছে।

অপরদিকে আব্দুর রহমান বলেন, বাড়িতে আজকে আমার মেয়ের বিয়ে উপলক্ষে বড় ছেলে সাকিল সাউন্ড বক্স বাজাচ্ছিলো। এ অবস্থায় আমের আলীর লোকজন এসে আমার ছেলেকে মারধর করে, বিয়ে বাড়ির প্যান্ডেল ভাঙচুর করে, খাবার দাবার সব ফেলে দেয়। মেয়েসহ পাঁচজন হাতীবান্ধা মেডিকেলে ভর্তি রয়েছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০