নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন পিপড্ড্যা পিবিসি মানবসেবা সংস্থার উদ্যোগে, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা সচেতনতামূলক সেমিনার ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
২১ জুন শুক্রবার সকালের পিপড্ড্যা- বেকামুলিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিবিসি মানবসেবা সংস্থার সভাপতি শহিদ উল্ল্যার সভাপতিত্বে ও পিবিসি মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ রুহুল আমিন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়কোট উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, মাওলানা আমিনুল ইসলাম মজুমদার, মাওলানা আহসান উল্ল্যাহ, মাস্টার আহসান উল্ল্যা মজুমদার, সহকারী শিক্ষক বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজ বাংগড্ডা, সাবেক মেম্বার রফিকুল ইসলাম, ইউপি সদস্য শেখ আহম্মেদ মেম্বার, মাওলানা সৈয়দ আহমেদ, আক্তারুজ্জামানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় পিবিসি মানবসেবা সংস্থা ৩৩ জনকে সংবর্ধনা সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং গত এক বছরে ২০টিরও বেশি উন্নয়ন কাজে সহযোগিতা করেছেন। সংগঠন থেকে সবসময় সামাজিক উন্নয়ন কাজে ও হতদরিদ্র মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জানান বক্তারা।
অসহায় হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে চিকিৎসা, ঘর, মসজিদ, হতদরিদ্র পরিবারের মেয়ের বিয়ে, বিভিন্ন পেশাজীবী মানুষের আর্থিক সহযোগিতাসহ মোট ১৭ লক্ষ টাকা ব্যয় করেছেন বলে জানান পিবিসি মানবসেবা সংস্থা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available