মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি নিয়ে সালিশ মীমাংসায় প্রতিপক্ষের হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৩ জন আহত হয়েছেন। ২২ জুন শনিবার মরদেহ ময়না তদন্ত শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গ থেকে আনার প্রক্রিয়া চলছে।
এর আগে ২১ জুন শুক্রবার দিবাগত রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত সুমন শেখের (৩০) মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার সকালে মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব আটপাড়া গ্রামের দুই ভাই রমিজ উদ্দিন শেখ (৬৫) ও আলাউদ্দিন শেখ (৬০) তাদের মালিকানাধীন জমির সামনের খাস জায়গা তারা সমহারে ভাগ করে ভোগ দখল করে আসছিল। সম্প্রতি শ্রীনগর ভূমি অফিসের দালাল দেলোয়ারের মাধ্যমে আলাউদ্দিন শেখ সেই খাস জায়গা তার মেয়ের নামে লিজ নেয়। লিজ নিয়ে আলাউদ্দিন শেখ তার সন্তানদেরকে নিয়ে পুরো খাস জায়গা দখল নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে স্থানীয় ইউপি সদস্য আবুল মেম্বার, গ্রাম্য মাতব্বর সিদ্দিক বেপারীসহ বেশ কয়েকজন মিলে আটপাড়া কোল্ডস্টোরেজ সংলগ্ন সিদ্দিক বেপারীর সামনে সালিশ মীমাংসায় বসে। সালিশ মীমাংসা চলাকালীন আলাউদ্দিন শেখ তার লোকজন নিয়ে রমিজউদ্দিন শেখ, তার ছেলে সুমন শেখ, রাজন শেখ ও সুজন শেখের উপর হামলা চালায় ও মারধর করে। হামলাকারীরা সুমন শেখকে মাথায় একের পর এক ইট দিয়ে আঘাত করে।
পরে স্থানীয়দের সহায়তায় তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে সুমন শেখের মৃত্যু হয়।
হামলার পরপরই রমিজউদ্দিনের স্ত্রী রওশন আরা বেগম (৫৫) বাদি হয়ে ৮ জনকে আসামি করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, এজাহার দায়েরের পর তা মামলা হিসাবে রেকর্ড করা হয়েছে। সুমন শেখ নামে আহত একজন মারা গেছেন। আসাসিদের গ্রেপ্তারের চেস্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available