মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘ একযুগ পর মহেশখালী থানায় কর্মরত এসআই পরেশ কার্বারী হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
২১ জুন শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার কাঠালতলী পাড়া এলাকায় গহীন পাহাড়ে মহেশখালী থানার এএসআই (নি.) মো. এজাহার মিয়া, এএসআই(নি.) মো. জিয়াউল হক সঙ্গীয় ফোর্সের অভিযানে কালা মিয়া প্রকাশ হান্নান নামের বহুমামলার আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কালামিয়া কাঠালতলী পাড়া এলাকার মৃত বদর উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে মহেশখালী থানায় কর্মরত এসআই পরেশ কার্বারী হত্যা মামলাসহ হত্যা ও অপহরণ মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, আসামি হান্নান পুলিশের গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন যাবৎ পালাতক ছিলেন এবং আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা চালিয়ে যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি সুকান্ত চক্রবর্তীর সহযোগিতায় থানা পুলিশের একটি অভিযানিক দল রাতে গহীন পাহাড়ে অভিযান পরিচালনা করে আসামি কালামিয়াকে আটক করা হয়।
গ্রেফতার আসামি হান্নান একজন পেশাদার সন্ত্রাসী। তার বিরুদ্ধে এসআই পরশ হত্যা মামলাসহ ২টি হত্যা মামলা ও ১টি ৩২৬ ধারার মামলাসহ ৩টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available