নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজসহ চাঁদাবাজ, ভূমি দখলদার, জমির জাল দলিল করে দখলকারী ও কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণকারী, ৩টি মামলার আসামী শীর্ষ সন্ত্রসী মাসুদ রানা শামীম (৩২)-কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
১৯ মার্চ রোববার দিবাগত রাতে পৌর সভার বাঙ্গাবাড়িয়া এলাকায় থেকে তাকে আটক করা হয়। সোমবার বিকেল সাড়ে ৩টায় এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।
আটক শীর্ষ সন্ত্রসী কুমাইগাড়ী দেওয়ানপাড়া গ্রামের আজগর আলী দেওয়ানের ছেলে।
বিজ্ঞপ্তির তথ্য মতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ রানার নেতৃত্বে বাঙ্গাবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করে ২টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড কার্তুজসহ আসামী মো. সোহেল রানা শামীমকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, সোহেল রানা একজন শীর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভূমি দখলদার। সে এলাকায় অস্ত্রবাজ সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং এলাকার সাধারণ জনগণকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে রাখত যেন কেউ তার সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে মুখ না খুলে। সে বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজপত্র জাল করে অস্ত্রের ভয় দেখিয়ে সেই জমি দখল করে নিয়েছে। এছাড়াও সে অবৈধ অস্ত্র ও পেশী শক্তির প্রভাব খাটিয়ে বাঙ্গাবাড়িয়া এলাকার বিভিন্ন কিশোর গ্যাং গ্রুপকে নিয়ন্ত্রণ করত। তার নামে ৩টি মামলা রয়েছে।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার সদর থানায় অস্ত্র আইন-১৮৭৮ অনুসারে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available