আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে হলুদিয়া হাট সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
২২ জুন শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সেতু ভেঙে খালে পড়া মাইক্রোবাসটিতে করে বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন লোকজন। এ সময় সেতুটি ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ে যায়। এতে খালে ডুবে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়াও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। নিখোঁজদের উদ্ধার করতে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছেন।
এদিকে আমতলী ও তালতলী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন বলেন, ৯ জন মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এখনো ৪ জন নিখোঁজ রয়েছে। ৫ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি নিখোঁজদের খোঁজায় আমাদের অভিযান অব্যহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available