স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী (টুসি)।
২২ জুন শনিবার বিকেলে উপজেলা রাজবাড়ি ইউনিয়নের বামনগাঁও গ্রামে ওই ক্লিনিকের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রথান অতিথির বক্তব্যে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, বিগত দিনে আপনারা আওয়ামী লীগের পাশে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করেছেন। আগামীতেও আওয়ামী লীগের পাশে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবেন।
তিনি বলেন, ৭৫ বছর পূর্বে জাতীর জনক আওয়ামী লীগের চারা রোপন করে গেছেন। আওয়ামী লীগ এখন বট বৃক্ষে পরিণত হয়েছে। দেশ ও জাতী তার সুফল পাচ্ছে।
এসময় তিনি ১৯৭৫ সালে ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মমভাবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুর নেছা মুজিবসহ সকল শহীদগণের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ, উপজেলা প্রকৌশলী আবদুস ছামাদ পওনদার, প্রবীন আওয়ামী লীগ নেতা মো.বাবুর আলী, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আকবর আলী চেীধুরী, উপজেলা যুবলীগের সভাপতি মো. কমরউদ্দিন, রাজাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান হাসিনা মমতাজ, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতা মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
এর আগে প্রতিমন্ত্রী শ্রীপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। বিকেলে শ্রীপুর পৌর শহরে নবারুণ ক্লাবের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানসহ চারা বিতরণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available