রংপুর ব্যুরো: রংপুরের গঙ্গাচড়ায় শেখ হাসিনা তিস্তা সেতুর একাধিক স্থানে কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এছাড়া সংস্কার হওয়ার এক মাসের মাথায় উঠে যাচ্ছে কার্পেটিং। এতে ঈদে ঢাকা ফেরা যাত্রীসহ চরম ভোগান্তিতে পড়ছেন রংপুর ও লালমনিরহাটের সাধারণ মানুষ।
২১ জুন শুক্রবার রাতে ‘গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু’ উত্তর পার্শ্বে প্রায় ৭ ফিট কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। এছাড়া বেশ কয়েকটি স্থানে স্প্যানের ঢালাইয়ের কিছু অংশ উঠে গেছে। তবে সেতুটির রক্ষণাবেক্ষণের দায়িত্বরত কর্মকর্তারা এটিকে সরাসরি ফাটল না বলে হেয়ার লাইন ক্র্যাক বলছেন।
জানা গেছে, তিস্তা নদীর ওপর রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলায় শেখ হাসিনা সেতুর উদ্বোধন হয়েছে ৭ বছর আগে। উদ্বোধনের পর থেকে সেতুর ওপর দিয়ে ভারি যানবাহন চলাচল বন্ধ ছিল সাড়ে তিন বছর। দেড় বছর আগে বাস-ট্রাক চলাচল শুরু হলেও সংযোগ সড়ক দুর্বল হয়ে পড়ায় আবার তা বন্ধ হয়ে যায়।
সম্প্রতি নতুন করে সড়ক সংস্কার ও নির্মাণের পরে ট্রাক শ্রমিকদের চাপে চলাচল শুরু করা হয়। এতে রাস্তাটি আবারও ক্ষতিগ্রস্ত হলে মাস খানেক আগে রংপুর থেকে কাকিনা পর্যন্ত পুরো রাস্তা সংস্কার করে ঠিকাদাররা। কিন্তু সংস্কারের এক মাসেই পিচ ঢালাই উঠা শুরু করে। এছাড়া সেতুর বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়।
স্থানীয়রা বলছেন, লালমনিরহাটের পাঁচ উপজেলাসহ বুড়িমারী স্থলবন্দরের শত শত ট্রাক ঝুঁকি নিয়ে তিস্তা সেতু দিয়ে পারাপার করছেন। এছাড়া সড়কটি দিয়ে লালমনিরহাট থেকে রংপুর শহরে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে আসা-যাওয়া করে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ। প্রতিদিন ছোট-বড় সাড়ে ৩ হাজারের বেশি মালবাহী ট্রাকসহ বিভিন্ন যান চলাচল করে।
এ বিষয়ে রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান আলী জানান, তিস্তা নদীর ওপর রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অবস্থিত শেখ হাসিনা সেতুতে ভারি যানবাহন চলাচলের কারণে একাধিক স্থানে কার্পেটিংয়ে ফাটল দেখা দিয়েছে। সেতুর বর্তমান অবস্থা চিফ ইঞ্জিনিয়ারকে জানানো হয়েছে। এ সপ্তাহে ঢাকা থেকে তদন্ত টিম আসলে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available