• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্র আহত

২৩ জুন ২০২৪ সকাল ১০:১৪:২৮

গাংনীতে সাপের কামড়ে স্কুল ছাত্র আহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে পুকুরে গোসল করতে নেমে মুজাহিদ হোসেন (১২) নামের এক শিশুকে সাপে কেটেছে। ২২ জুন শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার ধানখোলা গ্রামে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে তাকে সাপে দংশন করে। মুজাহিদ হোসেন গাংনী উপজেলার ধানখোলা কবরস্থান পাড়ার তুহিন আলীর ছেলে।

আহত মুজাহিদ হোসেন জানান, বাড়ির পাশে একটি পুকুরে গোসল করে ডাঙ্গায় উঠার সময় একটি সাপ ছুটে এসে বাম হাতের কজ্বিতে কামড় দেয়। সাথে সাথে সাপটিকে ঝাড়া দিলে কামড় দিয়ে পালিয়ে যায়। বিষয়টি সাথে সাথে জানালে তার বাবা তুহিন আলী দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুপ্রভা রানী বলেন, ৩ সদস্যের মেডিকেল টিম গঠন করে সাপে কাটা শিশুটিকে নিবীড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে তার রক্ত পরীক্ষাসহ অন্যান্য মেডিকেল টেস্ট করানো হয়েছে।

তবে রাসেল ভাইপার বা বিষাক্ত কোনো সাপ তাকে দংশন করেনি বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। তবুও  মুজাহিদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে নিবীড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার চিকিৎসক মাসুদুর রহমান বলেন, মানুষকে বিষাক্ত সাপে কাটলে তার তিনটি সিনটম দেখা যাবে:-

* এক নম্বর হলো সাপে কাটলে বিষ প্রথমে তার মাথার নার্ভের মধ্যে বিষক্রিয়া হতে পারে। ফলে রোগীর ঘাড় ভেঙে যেতে পারে।

* দ্বিতীয়ত হলো খুব অল্প সময়ের মধ্যে সাপে কাটা রোগীর রক্ত জমাট বেঁধে যেতে পারে। এতে করে জ্ঞান হারানোসহ তার শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে।

* তিন নম্বর হলো রোগীর দংশিত স্থান থেকে পচন শুরু হতে পারে। তাই সাপেকাটা রোগীকে ঝাড়ফুঁক বা ওঝা না দেখিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা জেলা সদরের হাসপাতালে নিতে হবে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আদিলা আজহার আরশি বলেন, এই সময়ে সাধারণত সাপের উপদ্রব বাড়ে। তাই সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশেপাশে ঝোপঝাঁড় পরিষ্কার করার পাশাপাশি ঘরের মধ্যে খেয়াল রাখতে হবে।

এছাড়া বাড়ির আশে পাশে ব্লিচিং পাওডার, কার্বোলিক অ্যাসিড বা সাপ তাড়ানো অন্যান্য উপকরণ ছিটিয়ে দিতে হবে। যারা কৃষি কাজের সাথে জড়িত তারা কৃষি ক্ষেতে যাওয়ার সময় হাতে লাঠি নিতে হবে।

তবে, মনে রাখতে হবে সব সাপ কিন্তু বিষধর নয়। কিছু সাপ আছে আমাদের প্রকৃতির ভারসাম্য বজায় রাখে এবং ফসলের ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে থাকে। তাই সাপ মারা থেকেও বিরত থাকতে হবে। এছাড়া সাপ থেকে আতঙ্কিত না হয়ে সামাজিকভাবে সচেতন হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫