• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৮:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৮:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

২৩ জুন ২০২৪ সকাল ১১:০৬:২২

ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কে নিহত ২, আহত ৪

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকা-নবাবগঞ্জ আলিক মহাসড়কে বাস-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ২২ জুন শনিবার নবাবগঞ্জের সীমান্তবর্তী সিরাজদিখানের খারশুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোহারের জয়পাড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজিটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। খারশুর এলাকায় পৌঁছালে ঢাকাগামী নবকলি পরিবহনের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি চালিত অটোরিকশায় থাকা ছয়জন গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাদেরকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন এবং চার জনকে ঢাকায় প্রেরণ করেন।

নিহতরা হলেন- দোহারের নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও সাতভিটা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে আব্দুর রহমান (৬৭) ও জয়পাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্র মো. শাহীন (২০)।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, যে স্থানে দুর্ঘটনা ঘটেছে সেটি নবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা। তবে মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার আওতাধীন।

দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বাস ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫






কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০