নওগাঁ প্রতিনিধি: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের কথা আসলে সেখানে আওয়ামী লীগের কথা আসে। উন্নয়নের কথা বললে সেখানেও অবধারিতভাবে আওয়ামী লীগের নাম চলে আসে।
২৩ জুন রোববার বিকালে সাপাহার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বায়ান্ন সালের ভাষা আন্দোলন, মুক্তির সনদ ছয় দফা, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা; সবই এসেছে দেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগের হাত ধরে। প্রতিষ্ঠার পর থেকে সব সময় দু:খ- দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ।
তিনি বলেন, এক সময় সাত কোটি মানুষের ভাতের সংস্থান হতো না। সেই বাংলাদেশ এখন সতের কোটি মানুষের খাদ্য সমস্যার সমাধান করতে পেরেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের উন্নয়ন করেছেন। কৃষকের নিরলস চেষ্টায় আজ আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দলমত দেখেন না। মানুষের কল্যাণে কাজ করেন। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কর্মসূচিতে কে কোন দল করেন, তা বিবেচনা করা হয়নি। ঘরে ঘরে বিদ্যুৎ বিতরণেও কাউকে বাদ দিয়ে কাউকে দেওয়া হয়নি। সুষম উন্নয়নের লক্ষ্যে তিনি সবার উন্নয়নে কাজ করেন।
সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, ভাইস চেয়ারম্যান নইমুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন, সাপাহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ দেব এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাঈদুল ইসলাম।
পরে খাদ্যমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারের মাঝে ১২০ বান ঢেউটিন ও ৩ লাখ ৬০ হাজার টাকার চেক তুলে দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available