বাগেরহাট প্রতিনিধি: রাজধানীর বংশালে মিরনজিল্লা হরিজন সিটি কলোনির ১৬০টি পরিবারের বসত বাড়ি উচ্ছেদের প্রতিবাদে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ও বাগেরহাট জেলা সমাজের সৌজন্যে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন সোমবার বিকেল সাড়ে চারটার দিকে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বাগেরহাট জেলার সভাপতি মুন্না লাল জামাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মানিক লাল জমাদ্দার, শান্তি রানী জমাদ্দার, স্বপ্না রানী দাস, সেতারা রানী হেলা, তপতি রানী হেলা, স্বীপন হেলা, বাবু দাস, জাকি হেলা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকার বংশাল থানাস্থ মিরনজিল্লা হরিজন সিটি কলোনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর আওয়াল হোসেন কর্তৃক ১৬০টি উচ্ছেদকৃত হরিজন পরিবারের বসত বাড়ি পুনরায় নির্মাণের জোর দাবি জানাচ্ছি। সেই সাথে ক্ষতিগ্রস্থদের যথাযোগ্য ক্ষতিপূরণ দাবি করছি। ভবিষ্যতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনো প্রকারের নির্যাতন যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখার জন্য প্রশাসনের নিকট অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধন শেষে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ বাগেরহাট জেলার সভাপতি মুন্না লাল জামাদ্দারের নেতৃত্বে বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available