বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাতাশ মামলার আসামি ডাকাত ইমরান (৩০) কে গ্রেফতার করা হয়েছে। ২৪ জুন সোমবার রাত সাড়ে ৯টায় ইমরানের নিজ বসতবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পিস্তল, ছয় রাউন্ড বন্দুক ও চায়না রাইফেলের গুলি এবং বেশ কয়েকটি দেশীয় অস্র উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আরো একটি অস্র মামলা হয়েছে।
ফকিরহাট মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার লখপুর ইউনিয়নের ছোটখাজুরা নিকারী পাড়া গ্রামের হযরত আলীর ছেলে ইমরান একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, চাঁদাবাজি, অবৈধ অস্র, বিস্ফোরক, মাদক, চুরি, নারী ও শিশু নির্যাতন ও চুরিসহ ২৭টি মামলা রয়েছে।
সে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকায় পুলিশ তাকে গ্রেফতার করার তৎপরতা অব্যাহত রাখে। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ইমরান বাড়িতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত ইমরানকে গ্রেফতার করা হয়েছে। সে একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। তার বিরুদ্ধে পূর্বের ২৭টি ও বর্তমানের একটিসহ মোট ২৮টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available