• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৮:১৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৪৮:১৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শুদ্ধাচার পুরস্কার পেলেন সীতাকুণ্ডের ইউএনও রফিকুল ইসলাম

২৫ জুন ২০২৪ বিকাল ০৪:১৫:৪২

শুদ্ধাচার পুরস্কার পেলেন সীতাকুণ্ডের ইউএনও রফিকুল ইসলাম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। চট্টগ্রাম জেলার উপজেলা পর্যায়ের কার্যালয় সমূহের প্রধানদের মধ্যে তিনি এ সম্মাননা অর্জন করেন।

২৫ জুন মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, সততা ও নৈতিকতা, নেতৃত্বের গুণাবলি, সিদ্ধান্ত গ্রহণ, এপিএ ও প্রকল্প বাস্তবায়ন ও অভিলক্ষ্য বাস্তবায়নে দক্ষতাসহ মোট ১০টি মূল্যায়ন সূচকের ওপর ভিত্তি করে চলতি বছর এ পুরস্কারের জন্য মনোনীত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, সব সময় নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। কাজের স্বীকৃতি আনন্দের। এ সম্মাননা আমার জন্য নিরন্তর অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

উল্লেখ্য, সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কে এম রফিকুল ইসলাম যোগদানের পর সততা ও নৈতিকতার সাথে সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও সামাজিক কাজ নিরলসভাবে করে যাচ্ছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে- জঙ্গল সলিমপুরে ১০ একর জমি উদ্ধার, ডিসি পার্কের অবকাঠামো উন্নয়ন কাজ সমন্বয়, সবগুলো পরিবার পরিকল্পনা কেন্দ্রে ডেলিভারি রুম আধুনিকরণ, শতভাগ স্কাউট কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন, ৯টি ইউনিয়নে ৯টি খেলার মাঠ প্রস্তুতকরণ, প্রতিটি স্কুলে ইংরেজি স্পিকিং কোর্সের আয়োজন, সফলভাবে ফ্লাওয়ার ফেসটিভ্যাল সমাপ্তিকরণ, সর্বজনীন পেনশন স্কিমে প্রায় ৭০০০ হাজার রেজিস্ট্রেশন সম্পন্নকরণ, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় শিক্ষার্থীদের জন্য মহাসড়কে বিনামূল্যে বাসের ব্যবস্থাকরণ, নির্বাচনের সময় বাংলাদেশে প্রথম পূর্ণাঙ্গ ইলেকশন ওয়েবসাইট বানানোসহ অন্যান্য কার্যক্রমে ভূমিকা রাখেন তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০