সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১।
২৫ জুন মঙ্গলবার বিকেলে র্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন। এর আগে গত রোববার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলো- সিদ্ধিরগঞ্জ বাজার এলাকার মো. মোবারক হোসেনের ছেলে মো. হৃদয় (২২), ফতুল্লার দেলপাড়া ব্যাংক কলোনি এলাকার মো. মহসিন আলমের ছেলে মো. সাজ্জাদ (১৯), ঢাকার কেরনীগঞ্জের খেজুরবাগ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. আল আমিন (২২), চাঁদপুর জেলার চেংগারচর থানার ভূঁইয়াকান্দি গ্রামের মৃত রফিকের ছেলে মো. ইমরান (২২), সোনারগাঁ থানার রিবারদি পশ্চিমপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে মো. কামাল হোসেন (৫০) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আব্দুল্লাপুর গ্রামের মো. সাহাজ উদ্দিনের ছেলে মো. সাদ্দাম (২০)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তারা দুষ্কৃতিকারী ও চাঁদাবাজ। দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় চলাচলকারী বিভিন্ন পরিবহণ (বাস, ট্রাক, মিশুক) হতে তারা চাঁদা আদায় করছিল। চাঁদাদিতে অস্বীকার করলে তারা পরিবহন শ্রমিকদের মারধরসহ বিভিন্ন নির্যাতন করতো। সুনির্দিষ্ট এমন অভিযোগের প্রেক্ষিতে র্যাব সিপিএসসি কোম্পানির গোয়েন্দা দলের ছায়া তদন্ত করে চাঁদাবাজ চক্রের সদস্যদের হাতেনাতে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available