বগুড়া ব্যুরো: মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি বগুড়া জেলা কারাগার থেকে ছাদ ফুটো করে দেয়াল পার হয়ে পালিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের ডেপুটি জেলার ফারুক হোসেন।
২৫ জুন মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। পরে ২৬ জুন সকালে কারাগারের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আবার গ্রেফতার করা হয়।
পালিয়ে যাওয়া ফাঁসির আসামিরা হলেন- মো. নজরুল ইসলাম মঞ্জু (৬৮), মো. আমির হামজা (৪১), মো. জাকারিয়া (৩৪) ও মো. ফরিদ শেখ (৩০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কারাগারের আশপাশের এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। পরে তাদের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আজ বুধবার সকালে জেলা প্রশাসক সাইফুল ইসলাম ও পুলিশ সুপার সুদীপ কুমার জেলখানা পরিদর্শন করেন এবং জেলা পুলিশ সুপার নিজ কার্যালয়ে ব্রিফিং করছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available