সুমন আহমেদ, মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল-আমিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ মার্চ সোমবার রাতে উপজেলার তালতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সার্জেন্ট (অব.) আমান উল্লাহ সরকার ও আল-আমিন সরকার দু’জনই ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী।
এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ছেংগারচর পৌরসভার ছোট ঝিনাইয়া শাহ সোলেমান শাহের লেংটার ওরশ ও মেলায় গত ১৬ মার্চ রাতে তালতলী এলাকার কিছু লোকজনকে চা-পান ও মিষ্টি খাওয়া নিয়ে বিরোধে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটে। এতে বড় মরাদোন গ্রামের সার্জেন্ট (অব.) আমান উল্লাহ সরকারকে মারধর করা হয়। এতে তিনি মারাত্মক জখম হয়।
স্থানীয়দের সহায়তায় তিনি মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন। এ ঘটনা তিনি বাদী হয়ে মো. আল আমিন সরকারকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মতলব উত্তর থানায় একটি মামলা করা হয়।
ওই মামলায় তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ইয়াকুব আলী তদন্ত পূর্বক আসামী মো. আল আমিন সরকারকে সোমবার রাতে তালতলী এলাকা থেকে গ্রেফতার করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available