স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ফুকুরহাটি গ্রামের চতল বিল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৬ জুন বুধবার দুপুরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এবং পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের মাথা বিচ্ছিন্ন ও শরীরের বেশীরভাগ মাংস পচে গলে হাড় বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, কোনো দুস্কৃতিকারীরা ১৫-২০ দিন পূর্বে ওই নারীকে হত্যা করে মরদেহটি সেখানে ফেলে রাখে।
স্থানীয়রা জানান, প্রায় ৯ কিলোমিটার দৈর্ঘ্য চতল বিলটি দুর্গম এলাকা হওয়াতে সেখানে জনমানুষের বিচরণ কম।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরো বিলে পাট ক্ষেত। স্যালোয়ার পরিহিত ও গলিত মরদেহটি পাট ক্ষেতের পাশে কাশবনে পড়ে রয়েছে। এর মাথা বিচ্ছিন্ন দুরে চুল পড়ে কঙ্কাল বেরিয়ে গেছে। পায়ের দিকের মাংস নেই।
এ ব্যাপারে ফরিদপুরের ভাঙ্গা থানার এসআই অমীয়বানী জানান, আমি থানা থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে স্থানীয় গ্রামবাসী, সাংবাদিকেরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে আসেন। চারপাশে মরদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য ফরিদপুর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন আল রশিদ জানান, ভাঙ্গা থানায় গত এক মাসের মধ্যে কোনো মহিলা নিখোঁজ হয়েছে এ সংক্রান্ত কোনো জিডি বা অভিযোগ পাওয়া যায়নি।
এ বিষয়ে এএসপি ভাঙ্গা সার্কেল তালাত মাহমুদ শাহান শাহ জানান, চতল বিলের মধ্যে থেকে এক মহিলার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। সংবাদ পেয়ে আমি ও ভাঙ্গা থানার ওসি, সিআইডি এবং পিবিআই সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি তদন্ত সাপেক্ষে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available