• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ০৯:৪৪:৫৪ (18-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা কার্তিক ১৪৩১ সকাল ০৯:৪৪:৫৪ (18-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শাহরাস্তির জয়নাব বানু উচ্চ বিদ্যালয়ে প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

২৭ জুন ২০২৪ সকাল ১১:০৯:০৮

শাহরাস্তির জয়নাব বানু উচ্চ বিদ্যালয়ে প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তির বানিয়াচোঁ জয়নাব বানু উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

২৬ জুন বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বানিয়াচোঁ জয়নাব বানু  উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে ৭ জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ জন বিজয়ী হয়েছেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে  আলী হায়দার ৯১ ভোট পেয়ে প্রথম হিসাবে বিজয়ী হয়েছেন। নেছার উদ্দিন ৯১ ভোট পেয়ে ২য় স্থান হয়ে বিজয়ী, মো. এরশাদ উল্লাহ ৮৯ ভোট পেয়ে ৩য় স্থান অর্জন করেন এবং মো. হুমায়ুন কবির তালুকদার ৮৭ ভোট পেয়ে ৪র্থ স্থান হয়ে বিজয়ী হয়েছেন।

এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতা সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে জোবেদা বেগম নির্বাচিত হন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

বিদ্যালয়ে মোট ভোটার হলো ২৪৯ জন। বুধবার সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিবিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে ভোট গণনার পর ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

অনুষ্ঠিত নির্বাচনের সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান ভূঁইয়া। প্রধান শিক্ষক জানান, অভিভাবক প্রতিনিধি নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন থানার উপ পরিদর্শক এসআই মো. মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংগীতশিল্পী সুজেয় শ্যাম মারা গেছেন
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৩৬:৪৮







তিন কেজি হেরোইনসহ এক নারী গ্রেফতার
১৮ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৩১:৪৭