বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: সাদাসোনা খ্যাত চিংড়ি শিল্প এলাকা বাগেরহাটের ফকিরহাটে মানসম্মত অংকুশ গলদা চিংড়ি পিএল উৎপাদন ও বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ি অংকুশ গলদা হ্যাচারির আয়োজনে আজ ২৭ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় হ্যাচারি চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুনর রশিদ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইমরুল হাসান, বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচএম রাকিবুল ইসলাম, ড. তায়েফা আহম্মেদ ও বাংলাদেশ বেতারের জেলা সংবাদদাতা খন্দকার আকমল উদ্দিন।
এতে সভাপতিত্ব করেন অদ্ধের্ন্দু রায়। স্থানীয় ইউপি সদস্য কালীপদ বিশ্বাসের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী অনিমেষ রায়, অংকুশ গলদা হ্যাচারির পরিচালক অনুপম রায় প্রমুখ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, প্রথম দিন ২০ জন মৎস্যচাষির কাছে এক লাখ গলদা চিংড়ির পোনা বিক্রয় করা হয়েছে। হাজার প্রতি দর পড়েছে দুই হাজার দুশ’ টাকা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available