খুলনা প্রতিনিধি: ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশিয় দোসররা খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় অতর্কিতে হামলা চালিয়ে মুক্তিকামী ১০ থেকে ১২ হাজার মানুষকে নির্বিচারে শহীদ করে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার ২০ মার্চ সকালে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে চুকনগর বধ্যভূমি পরিদর্শন করেন বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, চুকনগরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ।পুর্ণাঙ্গ বধ্যভূমি বাস্তবায়নে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
চুকনগর বধ্যভূমি পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মানিক, বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী নাজিমউদ্দিন,চুকনগর গণহত্যা ৭১ স্মৃতি রক্ষা পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম,উপজেলা নির্বাহি অফিসার শরিফ আসিফ রহমান,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া, খুলনার অতি: চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাদিউজ্জামান,অতি: জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা,রেজিস্ট্রার মুন্সি মশিউর রহমান,আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার এম এম মোর্শেদ প্রমূখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনী চুকনগর এলাকায় অতর্কিতে হামলা চালিয়ে মাত্র ৩/৪ ঘন্টায় মুক্তিকামী ১০ থেকে ১২ হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চুকনগরের গণহত্যা এক কালো অধ্যায় রচনা করেছে। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে এত স্বল্প সময়ে এ ধরণের ভয়াবহ গণহত্যার নজির পাওয়া যায় না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available