স্টাফ রিপোর্টার, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে স্ত্রী মিম আক্তারকে গলায় রশি বেঁধে শ্বাসরুদ্ধকরে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক স্বামী আল আমিনকে (২৫) গ্রেফতার করেছে র্যাব। ২৬ জন বুধবার দিবাগত রাতে জামালপুর সদর উপজেলার ফৌজদারীমোড় এলাকায় র্যাব-১ ও র্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার আল আমিন টাঙ্গাইলের কালিহাতি উপজেলার কালাই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়নের জনৈক আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাদ গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।
ভুক্তভোগী গৃহবধূ মিম আক্তার (১৮) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের ইউসুফ খানের কন্যা। তিনি ঘাতক স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলা মাওনা গ্রামের জনৈক আব্দুস সামাদের বহুতল ভবনের তিনতলায় থাকতেন।
র্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত সাতমাস পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয় মিম ও আল আমিনের। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে একমাস পূর্বেই স্ত্রীকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে ঘাতক স্বামী আল আমিন। সে মতে গত এক সপ্তাহে বাজার থেকে কিনে আনেন রশি। গত ২৫ জুন মঙ্গলবার হত্যার পরিকল্পনা মতে স্ত্রীর সঙ্গে বাগবিতণ্ডায় জরিয়ে পড়ে ঘাতক স্বামী।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আকবর আলী খান বলেন, গ্রেফতার আসামিকে থানায় হস্তান্তর করেছেন র্যাব-১।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available