গাইবান্ধা (সাদুল্লাপুর) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে হারপাওয়ার প্রকল্পের ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষ হয়ে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তাদের যাতায়াত ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে গত ২৪ জুন সোমবার প্রশিক্ষণার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
অভিযোগে সূত্রে জানা যায়, উপজেলা সহকারী প্রোগ্রামারের স্বেচ্ছাচারিতায় তারা এই হয়রানির শিকার হয়েছেন। গত ৯ মে ১৬তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হয় এবং কর্তৃপক্ষ ৪ জুন তাদের যাতায়াত বিল প্রদানের জন্য একজন প্রতিনিধিকে পাঠান। কিন্তু সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলাম উপস্থিত না থাকায় প্রতিনিধি ভাতা প্রদানে অসম্মতি প্রকাশ করেন।
প্রকল্প প্রতিনিধি জানান, শফিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করেনি এমনকি তার অনুপস্থিতিতে প্রশিক্ষণার্থীদের যাতায়াত ভাতা প্রদানে নিষেধ করেন। এর ফলে প্রশিক্ষণার্থীদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়রানির শিকার হয়ে বাড়ি ফিরে যেতে হয়। এরপর ২০ দিন অতিবাহিত হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে প্রশিক্ষণার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত সহকারী প্রোগ্রামার শফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীবও এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি প্রকাশ করেন। তবে অভিযোগের বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available