• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৫৯:৫০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৫৯:৫০ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে ৩ সাংবাদিকের উপর হামলা

২৯ জুন ২০২৪ বিকাল ০৪:৩৮:৪৪

গাংনীতে ৩ সাংবাদিকের উপর হামলা

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে গাংনীতে তিন সাংবাদিকের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার বালিয়াঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এমন সাংবাদের ভিত্তিতে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় নেতার হামলার শিকার হয় নাগরিক টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ, এশিয়ান টেলিভিশন ও বিডি২৪লাইভ ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ ও দৈনিক বাংলাদেশ সমাচারের মেহেরপুর প্রতিনিধি তরিকুল ইসলাম।

২৯ জুন শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় পাতি নেতা জিয়াউল ইসলাম জিয়া মেহেরপুর-২ আসনের সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা প্রদান করে এবং হামলা চালায়। সেই সাথে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজনের তোপের মুখে স্থান ত্যাগ করে।

জিয়া গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও নিশিপুর গ্রামের মন্তাজ মেম্বারের ছেলে।

জানা গেছে, মেহেরপুর-২ (গাংনী) আসনের এমপি ডাক্তার আবু সালেম মো. নাজমুল হক সাগরের বরাদ্দ থেকে প্রকল্প বাস্তবায়ন (পিআই) অফিসের আওতায় তিন লাখ টাকা ব্যায়ে ২৪০ মিটার রাস্তার হ্যারিং বন্ডের কাজ হওয়ার কথা। এই কাজে বামন্দী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আরিফুল ইসলামকে নাম মাত্র পিআইসি করে ওই কাজ করছে জিয়াউল ইসলাম জিয়া। এ বিষয়ে তেমন কিছুই জানেন না আরিফুল ইসলাম।

দুই ও তিন নম্বর ইট দিয়ে কাজ করা হলে সাংবাদিকদের কাজ বন্ধ করে দিতে বলেন গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী।

বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

এ বিষয়ে গাংনী থানার ওসি তাজুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন দিয়ে তাকে পাওয়া যায়নি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০