• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:০১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাউনিয়ায় সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ

২২ মার্চ ২০২৩ দুপুর ১২:১৩:৫৪

কাউনিয়ায় সড়কে জলাবদ্ধতায় দুর্ভোগে মানুষ

মজিানুর রহমান, কাউনয়িা (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলার ভাঙ্গা সড়কে সামান্য বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বাজারে আসা পথচারিরা দুর্ভোগের শিকার হচ্ছেন। বাজারে আসা মানুষ ও ব্যবসায়ীরা সড়কটি সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়েছেন।

২২ মার্চ মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, গত দুদিনের সামান্য বৃষ্টিতে উপজেলা সদর মার্কেটে যাওয়া-আসার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সদর মার্কেটে আসা কয়েকজন সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার করা হয়নি। কার্পেটিং উঠে খানাখন্দে ভরে গেছে। পানি জমে থাকায় মানুষ হেঁটে বা যানবাহন নিয়ে যাওয়া-আসার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন। কাদায় গায়ের পোশাক নষ্ট হয়ে যায়।

বালিকা বিদ্যালয় মোড় বাজারের ব্যবসায়ী জয়িরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি সংস্কার না করায় কার্পেটিং উঠে গর্তের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পানি নিষ্কাশনের পরিকল্পিত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে থাকে। সড়কে জমে থাকা পানি ও কাদার কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছে।

মার্কেটের আরেক ব্যবসায়ী মানিক মিয়া আক্ষেপের সুরে বলেন, একটু জোরে বৃষ্টি হলেই এই সড়কসহ টেপামধুপুর যাওয়ার সড়কে পানি জমে যায়। অল্পবৃষ্টির ফলেই রাস্তায় পানি জমার কারনে, ভারি যান বাহন চলার সময় দোকানে পানি প্রবেশ করে। এতে দোকানের মালামালের অনেক ক্ষতি হয়। গ্রাহক এই রাস্তা দিয়ে আসতে চায় না।

অটো রিকশাচালক আবদুল খালেক বলেন, সড়কে পানি জমে যাওয়ায় গর্ত দেখা যায় না। রিকশা নিয়ে গেলে অনেক সময় উল্টে যায়। কিন্তু সড়কটি সংস্কারে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কাউনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলেন, কাদা ও পানি জমে থাকা সড়ক দিয়ে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে অনেক সময় পা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও জামাকাপড় ভিজে নষ্ট হয়ে যায়।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি বলেন, উপজেলার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, এটা সবাই জানে। সড়কের দুই পাশে ব্যক্তি মালিকরা অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণ করায় পানি নিষ্কাশন না হওয়ায় অল্প বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

তিনি বলেন, সড়কটি সংস্কারের জন্য প্রস্তাবনা ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডারের মাধ্যমে সড়কটি সংস্কার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫