• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫০:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫০:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হিলিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

২২ মার্চ ২০২৩ দুপুর ০১:৩০:০৬

হিলিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাকিমপুর, (দিনাজপুর) প্রতিনিধি: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার স্কুল, মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেয় বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনটি (ক,খ,গ) গ্রুপ।  ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ এই  চারটি বিষয়ে প্রতিযোগীতা অংশ নেয় এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা।

প্রতিযোগিতা চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আরিফ ইকবাল, বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রীনা দত্তসহ অনেকেই উপস্থিত ছিলেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন জানান, ক -গ্রুপ (ষষ্ঠ থেকে ৮ম) ভাষা ও সাহিত্য বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া ইয়াসমিন নাবা। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে রুপকথা বাংলাহিলিপাইলট স্কুল এন্ড কলেজ। গণিত ও কম্পিউটার বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন দক্ষিণ জামালপুর দাখিল মাদ্রাসার ছাত্র  রোমান মিয়া সজিব। বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের ছাত্রী ইশরাত জাহান।

খ -গ্রুপ (৯ম থেকে ১০ম) প্রতিযোগিতায় অংশ নেন বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের জাফরিন জান্নাত। বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অনিকা জাবরিন।  বাংলাহিলি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তাসনিন জান্নাত। বাংলাহিলি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে মুনতাহিরুন নাহার ঐশী।

গ-গ্রুপ (একাদশ থেকে দ্বাদশ) প্রতিযোগিতায় অংশ নেন হাকিমপুর সরকারি কলেজের কাজল কুমার দেবনাথ।  হাকিমপুর মহিলা কলেজের লায়লা খাতুন। হাকিমপুর সরকারি কলেজের ফারহান তানভীর ও রোহান হোসেন।  

জানা গেছে, হাকিমপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩