• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৪:২২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৪:২২ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এমপি আনার হত্যা: আওয়ামী লীগের ২ নেতাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২ জুলাই ২০২৪ দুপুর ১২:৪০:৪৮

এমপি আনার হত্যা: আওয়ামী লীগের ২ নেতাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের দুই নেতাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগের একাংশ।

২ জুলাই মঙ্গলবার সকাল ১১ টার দিকে শহরের কোটচাঁদপুর রোডস্থ দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন খান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ঘটনার তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। আনোয়ারুল আজীম আনার হত্যাকে কেন্দ্র করে কালীগঞ্জ উপজেলা আওয়ামী রাজনীতিতে গভীর ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এ সমস্ত হীন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিভিন্ন সভা-সমাবেশে আনার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে জড়িয়ে কতিপয় ব্যক্তি উস্কানি ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, কোন তদন্তাধীন বিষয়ে কারো নামে কোন উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য প্রদান তদন্তকে বিভ্রান্ত করতে পারে। রাশেদ শমসের, রনি লস্কর, নাসিরসহ অন্য যারা এই জাতীয় বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, তাদেরকে আইনের আওতায় নিলে তদন্ত সঠিক পথে এগোবে বলে আমাদের বিশ্বাস। জনৈক চেয়ারম্যান ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে উদ্দেশ্য করে  ধৃষ্টতাপূর্ব বক্তব্য দিয়েছেন। আমরা প্রত্যাশা করি, প্রশাসন অচিরেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। মিন্টু দোষী হলে তার শাস্তি হোক, এটা আমরাও চাই।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান বলেন, কালীগঞ্জে আওয়ামী লীগের দুটি গ্রুপ বিদ্যমান। আনার হত্যার ঘটনা শুনে আমরা সবকিছু ভুলে তার পরিবারের পাশে গিয়েছিলাম। কিন্তু তারা আমাদেরকে জড়িয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসরাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আরা মান্নান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আমিনুর রহমান তপুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০