আশুলিয়া প্রতিনিধি: চাকুরির ক্ষেত্রে বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকুরি-বিধি বাস্তবায়নের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীগণ।
২ জুলাই মঙ্গলবার সকাল থেকে সারাদেশের ন্যায় আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর সদর দফতরে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পল্লীবিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কথায় কথায় চাকুরি থেকে ছাটাই করা হয়। কোনো বোনাস দেওয়া হয় না। এমনকি কর্ম ঘণ্টারও কোনো নিশ্চয়তা নেই।
নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল থেকে বঞ্চিত হচ্ছে। যে কারণে বৈষম্য দূরিকরণসহ অভিন্ন চাকুরি-বিধি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর এজিএম আব্দুল হাকিম বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ সরবরাহের কাজে নিয়োজিত একমাত্র প্রতিষ্ঠান পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক প্রায় ১২ কোটি। সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে জীবনের ঝুঁকি নিয়ে ঝড়-বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগ মাথায় নিয়ে দিন-রাত সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু সমিতির তদারকি প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) দ্বৈত নীতির কারণে ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available