রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২ জুলাই মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর ইস্যুতে তিনি বলেন, কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলমান। যেকোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হয়। কোনো কিছুকে আমরা খাটো করে দেখি না।
এসময় তিনি আরো বলেন, যেকোনো অপরাধের বিষয়ে খবর আসা মাত্র আমরা সাথে সাথে ব্যবস্থা নিই। আমরা অপরাধের বহুমাত্রিকতার জন্য আমরা প্রযুক্তি আধুনিকায়ন করছি। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পুলিশ দ্রুত সময়ে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম হচ্ছে৷ পার্বত্য চট্টগ্রামে অপরাধ দমনের ফলে সেখানকার অবস্থা এখন শান্ত আছে।
এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন শেষে আরএমপি কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ ও প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালিতে অংশনেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভূঁইয়া, পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিআইজি আনিসুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আব্দুল খালেক ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available