• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৫:৪৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৮:০৫:৪৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘোড়াশাল বাজারে ইলেকট্রিকের দোকানে চুরি

২ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:৪৯:২৯

ঘোড়াশাল বাজারে ইলেকট্রিকের দোকানে চুরি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারের গ্রামীণ ইলেকট্রিক নামের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ১ জুলাই সোমবার দিবাগত রাতে ঘোড়াশাল বাজারের প্রধান সড়কের সাথের দোকানে চুরির এ ঘটনা ঘটে।

দোকান মালিক তোফাজ্জল হোসেন জানান, রাতে চোর দোকানের উপরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে। এসময় চোর প্রায় দেড় লাখ টাকা মূল্যের ক্যাবল ও নগদ ১০ হাজার টাকা চুরি করে করে নিয়ে যায়। সকালে পুলিশকে এ ঘটনা জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ নিয়ে যায়।

ঘোড়াশাল বাজারের কয়েকজন ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১ বছরে এ বাজারে শতাধিক দোকানে চুরির ঘটনা ঘটলেও বাজার কমিটি কোনো প্রতিকার করতে পারেনি। ঘোড়াশাল বাজারে নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালনের পরেও চুরির ঘটনা ঘটছে। তাদের দায়িত্ব পালনে গাফলতি রয়েছে বলেও অভিযোগ তাদের। বাজার কমিটি তাদের ঠিক মতো তদারকি করতে পারছে না। এজন্য একের পর এক চুরির ঘটনা ঘটছে। আমরা ব্যবসা পরিচালনা করতে গিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঘোড়াশাল বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম জানান, বাজারে রাতে ১০ জন নিরাপত্তা কর্মী দায়িত্ব পালন করে। তাদের দায়িত্ব পালনে গাফলতি নেই। তারা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা সেটিও রাতে আমরা তদারকি করি। পাশাপাশি পুলিশও রাতে বাজারে টহলে থাকে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাজেদুল ইসলাম বলেন, রাতে গ্রামীণ ইলেকট্রিকের দোকানে চুরি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ জন দেশে ফিরেছেন
৮ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৮:০২:২৫






কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০