রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামর চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দ করা ভিজিএফ কর্মসূচির বিপুল পরিমাণ সরকারি চাল জব্দের ঘটনায় ওই ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট) এবং সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুসহ চার জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
২ জুলাই মঙ্গলবার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান বাদী হয়ে ঢুষমারা থানায় এই মামলা করেন।
ঢুষমারা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু সায়েম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ জুন দুপুরে মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাজারের ৫টি গোডাউন সদৃশ দোকানঘর থেকে সরকারি সিলযুক্ত ২৭৯ বস্তা চাল জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর আহমেদ। মঙ্গলবার মামলা নথিভুক্ত করার পর জব্দকৃত চাল থানা পুলিশের হেফাজতে দিয়েছে উপজেলা প্রশাসন।
মামলা সূত্রে জানা গেছে, কালোবাজারি ও দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যানসহ চারজনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় অপর দুই আসামি হলেন বদিউজ্জামান ও জাহাঙ্গীর আলম। তারা চাল কেনা ও গুদামজাত করার কাজে জড়িত ছিলেন বলে জানা গেছে।
পিআইও লুৎফর রহমান বলেন, ‘চাল জব্দের ঘটনায় বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। অভিযুক্তদের কার কী ভূমিকা ছিল তা পুলিশ তদন্ত করে বের করবে।’
ওসি আবু সায়েম মিয়া বলেন, ‘আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। জব্দ করা চাল থানায় নেওয়ার ব্যবস্থা নেওয়ার হয়েছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available