খুলনা ব্যুরো: সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপারগ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন প্রবর্তনের দাবিতে খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যহত রয়েছে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ জুলাই বুধবার টানা ৩য় দিনের মত এই কর্মবিরতি পালন করছেন।
সকালে নিজ নিজ কর্মস্থালে যোগ না দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা।
কর্মসূচি চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. আব্দুল হাসিব, ড. মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মো. আসলাম পারভেজসহ শিক্ষকগণ এ সময় বক্তৃতা করেন।
বক্তারা প্রত্যয় স্কিম বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনুরূপ কর্মসূচি পালন করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available