বরিশাল ব্যুরো: বরিশাল-মাদারীপুর মহাসড়কের রাজৈর থেকে প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ সংঘবদ্ধ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতাসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব।
৩ জুলাই বুধবার সকালে তাদের গ্রেফতার করা হয়।
বুধবার বিকেলে বরিশাল রুপাতলীস্থ র্যাব-৮ এর সদর দপ্তরে অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন সংবাদ সম্মেলনে বলেন, গত ২৯ জুন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে এই সংঘবদ্ধ ডাকাত চক্র গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে একজন ব্যক্তিকে টার্গেট করে। সেই ব্যক্তিকে ময়মনসিংহে তার বাড়িতে পৌঁছে দেবার কথা বলে যাত্রী হিসেবে তাকে এই ডাকাত চক্রের ব্যবহৃত মাইক্রোবাসে তুলে নেয়।
মাইক্রোবাসে আগে থেকেই এই চক্রের অন্য সদস্যরা যাত্রী বেশে অবস্থান করছিল। পরবর্তীতে তাদের পরিকল্পনা মাফিক রাজেন্দ্রপুর চৌরাস্তা পেরিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের নির্জন একটি স্থানে নিয়ে অস্ত্রের মুখে প্রথমে তার সর্বস্ব কেড়ে নেয়। এরপর তারা অপহৃত ব্যক্তির বাড়িতে ফোন করে মুক্তিপণ হিসেবে নগদের মাধ্যমে আরও ৫০ হাজার টাকা আদায় করে। পরে ডাকাত দল ময়মনসিংহের ভরাডোবা এলাকার নির্জন একটি স্থানে অপহৃত ব্যক্তির হাত-পা বেঁধে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনার পর তারা বরিশাল-মাদারীপুর মহাসড়কের রাজৈর এলাকার একটি হাইওয়ে রেস্তোরাঁয় যাত্রা বিরতি করে লুটকৃত মালামাল নিজেদের মধ্যে বণ্টনের পরিকল্পনা করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে উক্ত স্থানে পৌঁছালে তারা র্যাবের উপস্থিতি টের পেয়ে এদিক ওদিক পালানোর চেষ্টা করে। সেখান থেকে দলনেতা মেহেদীসহ ৪ জনকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতার হওয়া ডাকারা হলেন বরিশালের মেহেদী হাসান, সাইফুল ইসলাম, মো. ওমর ফারুক ও মো. রেজাউল হক। এ সময় তিনজন পালিয়ে যায়। একই সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার এবং বিভিন্ন প্রকার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে তাদের সংশ্লিস্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানান বরিশাল র্যাব-৮ এর প্রধান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available