• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:৫৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দৌলতখানে জায়গা না পেয়ে ঘরের মেঝেতেই মায়ের মরদেহ দাফন করলেন ছেলে

৪ জুলাই ২০২৪ রাত ০৯:০১:৩৬

দৌলতখানে জায়গা না পেয়ে ঘরের মেঝেতেই মায়ের মরদেহ দাফন করলেন ছেলে

ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখানে কবরস্থানের জায়গা না পেয়ে জবেদা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধাকে নিজের ঘরের মেঝেতেই দাপন করা হয়েছে। উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আজিমদ্দি সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় কবরটি বাউন্ডারি করার কাজ চলছে। জবেদা খাতুন দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত জবেদা খাতুনের ছেলে রফিজলের সাথে তার চাচাতো ভাই রফিকের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিলো। ২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্য জনিত রোগে জবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিজল মাকে পারিবারিক কবস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়।

পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী ও নিহতের স্বজনরা এসে রফিকসহ তাদের পরিবারের সবাইকে অনুরোধ করে জবেদা খাতুনকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। কিন্তু কোনো অবস্থাতেই রফিক ও তার পরিবারের লোকজন এতে সম্মতি দেয়নি। পরবর্তীতে ৩ জুলাই বুধবার ছেলে রফিজল নিরুপায় হয়ে ঘরভিটা ছাড়া তাদের আর নিজস্ব কোনো জায়গা-জমি না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন করতে বাধ্য হন।

এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে ৪ জুলাই বৃহস্পতিবার এলাকাবাসী মিলে কবরটি এই স্থানে থাকতে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য বাউন্ডারি ওয়াল করার কাজ শুরু করছে।

এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শোয়েব, মনির, মামুনসহ এলাকাবাসীরা বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। কোনো জায়গা জমি না থাকায় আজ এই বৃদ্ধ মহিলাকে তার নিজ ঘরের মেঝেতেই তার স্বজনরা দাফন করতে বাধ্য হয়েছে। আমরা এই ঘটনার ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া কবরটি যাতে এখানে ভালো থাকে সেজন্য আমরা এলাকাবাসীরা মিলে এই কবরে পাকা বাউন্ডারি ওয়াল করে দিবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০