লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান সদর উপজেলায় তিস্তা ও ধরলা নদীর ভাঙনরোধে জরুরি ভিত্তিতে নদী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের লক্ষ্যে গত ৩০ জুন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বরাবর একটি পত্র জমা দেন।
পত্রটিকে আমলে নিয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ৪ জুলাই বৃহস্পতিবার সংশ্লিষ্ট বিভাগকে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে তিস্তা ও ধরলা নদী ভাঙ্গন রোধে তীর রক্ষা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করে ব্যবস্থা নেয়ার আদেশ দেন।
ওই পত্রে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মতিয়ার রহমান উল্লেখ করেন, লালমনিরহাট সদর উপজেলা উত্তর জনপদের একটি অবহেলিত এলাকা। এর মধ্য দিয়ে তিস্তা ও ধরলা নদী প্রবাহিত। আর নদী ভাঙন এই এলাকার প্রধান সমস্যা। ওই নদীর ভাঙনে উপজেলাটির গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে জুন মাসে অতি ভারী বর্ষণের কারণে নদী দুটির পানি অনেক বেড়ে যায়। ওই পানি হ্রাসের সাথে সাথেই নদী তীরবর্তী এলাকায় দেখা দেয় ব্যাপক ভাঙন। ফলে বহু মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। এতে এই এলাকায় ভূমিহীনদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
চিঠিতে এমপি জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় তিস্তা ও ধরলা নদীর ডান এবং বাম পাশের প্রায় ৬ হাজার ৭শ’ মিটার এলাকায় তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন প্রয়োজন।
এ বিষয়ে এলাকার সচেতন নাগরিকরা সংসদ সদস্য এডভোকেট মতিয়ার রহমানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লালমনিরহাটের অবহেলিত জনগোষ্ঠীকে নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য পানি সম্পদ মন্ত্রণালয়কে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available