• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মেঘনায় নৌকাডুবির ঘটনায় ভাইয়ের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ বোন

৫ জুলাই ২০২৪ সকাল ১১:৫৪:৫২

মেঘনায় নৌকাডুবির ঘটনায় ভাইয়ের মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ বোন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদরে মেঘনা নদীতে নৌকাডুবি ঘটনায় একই পরিবারে ৬ জন ডুবে যায়। এদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। অপর দিকে আব্দুল্লাহ (১২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের টিম। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে জান্নাতুল (১৪) নামে আরও এক শিশু।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার এমতাজ মিয়ার ছেলে এবং নিখোঁজ জান্নাতুল তারই মেয়ে। ৪ জুলাই বৃহস্পতিবার রাতে সদর উপজেলার মেঘনাবাজার এলাকার মেঘনা নদীর মাঝখানে ঝড়ের কবলে পড়ে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতের পিতা এমতাজ মিয়ার বলেন, ‘গতকাল রাতে টিডিরচরে আমার এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলাম। নৌকায় ছিলাম আমি, আমার মা-বাবা, স্ত্রী ও দুই সন্তান।’

তিনি আরও বলেন, ‘হঠাৎ করেই মেঘনরা মাঝ নদীতে ঝড় শুরু হয়। তখন আমাদের নৌকাটা ডুবে যায়। পরে আমি আমার স্ত্রী, মা- বাবাকে অন্য নৌকার সাহায্যে পাড়ে নিতে পারলেও মেঘনার স্রোতে আমার দুই ছেলে-মেয়ে হারিয়ে যায়। সকালে আমার ছেলে আব্দুল্লাহ মরদেহ পাওয়া গেছে। কিন্তু মেয়েকে এখনও খোঁজে পাচ্ছি না।’

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খায়রুল আলম বলেন, ‘মেঘনা নদী পারি দিতে গিয়ে কিছু টাকা বাঁচাতে ওই পরিবারটি ছোট্ট একটি নৌকা নেয়। এতে করে ঝড়ের কবলে পড়লে নৌকাটি ভেঙে যায়। খবর পেয়ে আমাদের টিম উদ্ধার কাজ শুরু করে। রাতেই চারজন উদ্ধার হয়েছে। সকালে এক ছেলের মরদেহ নদী থেকে পাওয়া যায়। বাকি নিখোঁজ একজনের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০