ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে একটি প্রাইভেটকার থেকে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ জাফর হোসেন (৫৪) ও জলিল মিয়া (৪৫) নামে ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪। ৫ জুলাই শুক্রবার দুপুরে জেলার গৌরীপুর থানার ময়মনসিংহ-কিশোরগঞ্জগামী রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, নোয়াখালি জেলার কবিরহাট থানার মৃত আলম মিয়ার ছেলে প্রাইভেটকার চালক মো. জাফর হোসেন (৫৪) ও তার সহযোগী ব্রাহ্মনবাড়ীয়ার আখাউড়া থানার তারা মিয়ার ছেলে মো. জলিল মিয়া (৪৫)।
শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম।
র্যাব জানায়, কিশোরগঞ্জ থেকে প্রাইভেটকারে ২ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ গাঁজাসহ ময়মনসিংহে আসছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে জেলার গৌরীপুর থানার রামগোপালপুর ইউনিয়নের শিবপুর নামক এলাকায় চেকপোস্ট বসায় র্যাব। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ২২ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে জাফর হোসেন ও জলিল মিয়াকে আটক করা হয়। অভিযানকালে মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available