স্টাফ রিপোর্টার, ফরিদপুর: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের সেবক হয়ে গণমানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশ হিসেবে গঠন করা।
৫ জুলাই শুক্রবার রাত ৯টায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এসব কথা বলেন জনপ্রশাসন মন্ত্রী।
মন্ত্রী ফরহাদ হোসেন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা প্রতিবারই আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেন। আওয়ামী লীগের শক্ত ঘাঁটি ফরিদপুর এলাকা। এই এলাকার উন্নয়নের জন্য সবকিছুই করা হবে। আপনাদের এলাকায় যিনি প্রতিনিধিত্ব করছেন তিনি একজন গর্বিত নেতা। তাঁর বক্তব্য শুনে আমরা উজ্জীবিত হই। আমাদের প্রশাসন সব সময় আপনাদের সেবা দেওয়ার জন্য পাশে আছে।
এর আগে জনপ্রশাসন মন্ত্রী ঢাকা-যশোর মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি মোড়ে পৌঁছেলে সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি। পরে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মতবিনিময় সভায় যোগদান করেন দুই মন্ত্রী।
মতবিনিময় সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান এমপি জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধকালীন ভূমিকা তুলে ধরে তাদের স্মৃতিচারণ ও তাদের প্রতি শ্রদ্ধা জানান।
সভায় সাতৈর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকুল, মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গার ইউএনও, বোয়ালমারী উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল্লাহ শাফিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available