• ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৪:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৪শে ভাদ্র ১৪৩১ সকাল ০৭:৩৪:২৮ (08-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ হত্যার মূল আসামি গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

৬ জুলাই ২০২৪ সকাল ০৮:২১:৩৩

মাগুরায় কলেজ ছাত্র তীর্থ হত্যার মূল আসামি গ্রেফতার, মোটরসাইকেল উদ্ধার

মাগুরা প্রতিনিধি: মাগুরায় কলেজ ছাত্র তীর্থ রুদ্র হত্যার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম তাইহান ইসলাম আমান (২১)। সে পৌরসভার ৯ নং ওয়ার্ডের সদর হাসপাতাল পাড়ার জিয়াউল ইসলাম ওরফে জিবুর ছেলে।

মাগুরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম মোবাশ্বের হোসাইন ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের জানান, গত ১ জুলাই সোমবার ভোরে আল-আমিন মাদ্রাসা ট্রাস্ট সংলগ্ন একটি পুকুরের পাড় থেকে তীর্থ রুদ্র (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়।

নিহত তীর্থ রুদ্র পৌরসভার নান্দুয়ালী এলাকার নিমাই চন্দ্র রুদ্রের ছেলে। সে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজর ছাত্র এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থী ছিল। এ ঘটনায় ভিকটিমের বাবা নিমাই চন্দ্র রুদ্র বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে মাগুরা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ অভিযানের ধারাবাহিকতায় গত ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকা থেকে আসামি তাইহান ইসলাম আমানকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, আসামি তাইহানের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মাগুরা সদরের কাশিনাথপুর গ্রামের আনিসুর রহমান মধুর বসতবাড়ি থেকে তীর্থের ব্যবহৃত বাজাজ ডিসকভার-১২৫ সিসির মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলে ব্যবহৃত নাম্বার প্লেটটি উদ্ধার করা হয় শহরের খানপাড়া কাঁচা বাজার এলাকার একটি টিনের চালা থেকে এবং চাবি উদ্ধার করা হয় অপর আসামি আমানের বাড়ি থেকে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুষ্টিয়ায় ছাত্রদলের ২ নেতা বহিষ্কার
৭ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:০৬:৪৪

নওগাঁয় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মানববন্ধন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:১৫

গাজীপুরে বিয়ের দাবিতে ৩ সন্তানের জননীর অনশন
৭ সেপ্টেম্বর ২০২৪ সন্ধ্যা ০৭:১২:২০