নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ছাত্রের নাম রাকিব হোসেন (১৭)। সে আদমজীনগর সরকারি অ্যামডব্লিউ কলেজের ১ম বর্ষের ছাত্র।
৫ জুলাই শুক্রবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১০নং ওয়ার্ডের জেলেপাড়া বর্ণালি ঘাট থেকে রাকিবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরআগে বৃহস্পতিবার ৪ জুলাই শীতলক্ষ্যা নদীতে বন্ধুর সাথে গোসল করতে নেমে নিখোঁজ ছিলো রাকিব।
নিহত শিক্ষার্থী রাকিব হোসেন জামালপুর জেলার মেলান্দ থানার গুজামানিক গ্রামের খোরশেদ আলমের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জে গোদনাইল এলাকায় সালাউদ্দিন মিয়ার বাসা বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তারা।
এ বিষয়ে ২নং ঢাকেশ্বরী খেয়া ঘাটের ইজারাদার বাপ্পী প্রধান জানায়, বৃহস্পতিবার ১২টায় রাকিব তার তিন বন্ধু নিজাম, সাইফ, নাইমের সাথে নদীতে গোসলের জন্য ট্রলারে ওঠে। নদীর ওপাড়ে পৌঁছানোর একটু আগে ট্রলার থেকে নদীতে লাফ দেয় রাকিব ও নিজাম।
এ সময় নিজাম সাঁতরে নদীর পাড়ে চলে গেলেও রাকিব পারছিলো না। রাকিব নিজামকে সহযোগিতার জন্য সাতরে তার কাছে যায়। নিজাম রাকিবকে নদীর পাড়ে নেয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফিরে আসে। পরে তার সাথের বন্ধুদের নিয়ে ট্রলারে করে রাকিবকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুজির পরও তাকে কোথাও না পেয়ে বিষয়টি রাকিবের পরিবারকে জানায়।
রাকিবের বোন জামাতা মিনহাজুল আবেদিন জানান, রাকিব বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরাও নদীতে খোঁজখুঁজি করি। কিন্তু কোথাও আর তাকে পাইনি। শুক্রবার রাতে মরদেহ উদ্ধারের সংবাদ পাই।
নারায়ণগঞ্জ নৌথানার এসআই মো, সবুর মিয়া জানান, শুক্রবার রাতে আমরা বর্ণালি ঘাটে মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে আসি। মরদেহ উদ্ধার করে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। তদন্ত প্রতিবেদন তৈরির পর মরদেহ হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available