ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে গরু বোঝাই নসিমনের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।
৫ জুলাই শুক্রবার দুপুর ২টা ৩০ মিনিটে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের সন্নিকটে ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সাথে দিনাজপুর আমবাড়ীহাট থেকে ছেড়ে আসা গরু বোঝাই নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের আমান (৪৫)। একই উপজেলার পারুইল গ্রামের আ. রাজ্জাকের ছেলে মেনহাজুল (৪০)। আহতরা হলেন, পাঁচবিবি উপজেলার নওনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জয়নাল হোসেন (৬০), শরিফুলের ছেলে নজরুল, পারুইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে ফরিদ (৪৫) ও সাবু বাজারের জাহিদুলের ছেলে রবিউল।
দুর্ঘটনার পরপরেই ফুলবাড়ী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতের উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করান। পরে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে। নসিমনে থাকা নয়টি গরুর মধ্যে একটি গরু মারাত্মক আহত হলে সেখানেই জবাই করা হয় এবং অপর গরুগুলো আঘাত পেয়ে রাস্তায় পড়ে ছিল।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজার রহমান বলেন, ট্রাকের সাথে গরু বহনকারী নসিমনের মুখোমুখি সংঘর্ষ হলে দুইজন ঘটনাস্থলে নিহত হন এবং ৪ জন আহত হয়েছেন। নিহতের সুরতহাল সম্পন্ন হয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত করে সড়ক আইনে মামলা করা হবে। দুর্ঘটনার সময় মুষুলধারে বৃষ্টি পড়ছিল। এ সময় রাস্তায় যানবাহন আটকে যায়। প্রায় ২ ঘণ্টা পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available