স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ভারতের সাথে দেশবিরোধী সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত সকল দুর্নীতিবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন।
সংগঠনের জেলা শাখার উদ্যোগে ৫ জুলাই শুক্রবার বাদ জুমা বেলা শহরের জনতা ব্যাংকের মোড়ে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি হযরত মুহাম্মদ মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা শামসুল হক, সহ-সভাপতি হাফেজ মিজানুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, সাধারণ সম্পাদক মওলানা মোহাম্মদ জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মওলানা আব্দুর রহিম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান মাতুব্বর প্রমুখ।
সভায় বক্তারা জানান, সরকার ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি করেছে। অবিলম্বে এসব চুক্তি বাতিলের দাবি জানিয়ে তারা বলেন, ভারতের সাথে চুক্তি এ দেশের জনগণের কোনো উপকারে আসবে না। অবিলম্বে চুক্তি বাতিল করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সাথে দেশের মধ্যে চিহ্নিত দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনারও দাবি করা হয়।
সমাবেশের পর জনতা ব্যাংকের মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available