ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় জিহাদ হোসেন (৯) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।
৬ জুন শনিবার ভোর ৫ টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের মনসিদপুর তেঁতুলতলায় পরিত্যক্ত খাদ্য গুদাম থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত জিহাদ ওই এলাকার হাসেম আলীর ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শিশুটি ৫ জুলাই শুক্রবার বিকেলে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে সহপাঠীদের সঙ্গে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করছিল জিহাদ। পরে বাড়ি থেকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের কাছে গিয়ে তাকে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর রাতে এলাকায় মাইকিং করা হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর আনুমানিক রাত ১২ টার দিকে তেঁতুলতলা পরিত্যক্ত খাদ্য গুদামের ভেতরে জিহাদের পরনে থাকা হাফপ্যান্ট ও স্যান্ডেল পাওয়া যায়। পরে শনিবার ভোর ৫টার দিকে পরিত্যক্ত খাদ্য গুদামের ঝোপের মধ্যে বিবস্ত্র অবস্থায় পাটিতে জড়ানো জিহাদ হোসেনের মরদেহ পাওয়া যায়।
পরে খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ তাকে উদ্ধার করে মৃতদেহটি থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, শিশু জিহাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায় নি। এ বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available