সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নীলাচল পরিবহনের একটি বাসের ধাক্কায় শ্রী নন্দলাল দাস (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
৬ জুলাই শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ মৌচাক মতিন সড়ক এলাকায় রাস্তা পাশে হাঁটার সময় এই দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক বেলা ১২টায় মৃত ঘোষণা করেন।
শ্রী নন্দলাল দাস ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার লালপুর গ্রামের সুভাষ চন্দ্র দাসের ছেলে। তিনি ইলেকট্রিক মালামালের ব্যবসা করতেন বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, এক ছেলে ও এক মেয়ের বাবা নন্দলাল পাইকারি দামে ইলেকট্রিকের মালামাল কেনার জন্য নারায়ণগঞ্জে গিয়েছিলেন।
নিহতের চাচাতো ভাই হৃদয় দাস বলেন, আমার ভাই ইলেকট্রিকের মালামালের ব্যবসা করতেন। আজ সকালে মালামাল কেনার জন্য সিদ্ধিরগঞ্জের মৌচাক যান নন্দলাল। রাস্তা পারে দাঁড়িয়েছিলেন তিনি। এসময় নীলাচল নামের একটি গাড়ি (ঢাকা মেট্রো ব- ১৫-২২৭০) সজোরে তাকে ধাক্কা দেয়। এতে আমার ভাই গুরুতর আহত হলে প্রথমে তাঁকে সাইনবোর্ডের প্রো একটিভ একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় বাস জব্দ ও চালক আটক হয়েছেন বলেও দাবি করেন হৃদয় দাস।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available