• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হামলার শিকার হয়ে মামলা করায় প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগীরা

৭ জুলাই ২০২৪ বিকাল ০৪:১৫:২৩

হামলার শিকার হয়ে মামলা করায় প্রাণনাশের হুমকিতে ভুক্তভোগীরা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল জমির বিরোধের জেরে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা করে বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর ছেলে রফিকুল ইসলাম। ৬ জুলাই শনিবার প্রেসক্লাব রামপালের সভাকক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে মামলার বাদী ভিকটিম আসমা বেগম ও তার কন্যা আয়শা খাতুন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম জানান, ‘উপজেলার ছোট নবাবপুর গ্রামে গত ৪ মে ভোর সাড়ে ৫টার সময় বৃদ্ধ পিতা শামসুর রহমান ও মাতা আসমা বেগমকে মারপিট করে হাত-পা ভেঙ্গে পঙ্গু করে দেন প্রতিপক্ষ বজলুর রহমান মোল্যা, বাবলুর রহমান মোল্যা, আশিকুজ্জামান, রাসেল মোল্লা, ওসমান মোল্লা, কাকলী বেগম, খাদিজা বেগম, শাওন শেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জন। ওই সময় তারা গরু ক্রয়ের জন্য পকেটে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেন।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে আমার মা আসমা বেগম বাদী হয়ে রামপাল থানায় মামলা করলে কিছু দিনের মধ্যে জামিনে বের হয়ে আসেন আসামিরা। জামিনে এসেই তারা মামলার তুলে নিতে একের পর এক হুমকি দিচ্ছেন। প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন মামলা না তুললে তোর মা-বাপের মতো করুণ পরিণতি ভোগ করতে হবে। এতে আমরা পরিবার-পরিজন নিয়ে মারাত্মকভাবে নিরপত্তাহীনতায় ভুগছি। তাই, আমরা সংবাদ সম্মেলনে সাংবাদিকদের লেখনির মাধ্যমে পুলিশের নিরাপত্তা ও আইনগত ব্যাবস্থা গ্রহণের দাবি করছি।’

অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবলুর রহমান মোল্যা ও কাকলী বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তাদের কিছুই বলা হয়নি বা কোনো হুমকিও দেয়া হয়নি। আমাদের সাথে বিরোধ বেঁধেছে। আমরা মীমাংসার চেষ্টা করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫