মোহাম্মদ শফিক, জেলা প্রতিনিধি (কক্সবাজার) : পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা মিটাতে ২ হাজার গরীব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ‘কক্সবাজার ফাতেমা এন্ড কোম্পানি ফাউন্ডেশন’।
২৩ মার্চ বৃহস্পতিবার সকালের দিকে শহরের পূর্ব পাহাড়তলী ইছুলের ঘোনা মাঠে ২ হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, পিয়াঁজ, আলু ও ছোলা।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন যুবকল্যাণ পরিষদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী কবির কোম্পানীর পরিবারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উপকার ভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে পবিত্র মাহে রমজান চলে এসছে। এই দু:সময়ে কবির আহমদ কোম্পানী এবং তার দুই ছেলে ওসমান গণি ও রওয়ার টিপু আমাদের পাশে দাঁড়িয়েছেন। পুরো এলাকাবাসী কবির কোম্পানীর পরিবারের পক্ষ থেকে সাহায্য সহায়তা পেয়েছে। রমজানের আগে ত্রাণ সামগ্রী পেয়ে তারা অনেক খুশি। এই পরিবারের সদস্যদের প্রতি আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কবির কোম্পানীর ছেলে ওসমান সরওয়ার টিপু ও ওসমান গণি বলেন, সিয়াম সাধনার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য সামগ্রী থেকে আমার এলাকার গরীব ও অসহায় মানুষগুলো যেন বঞ্চিত না হয় তাই রমজানের ঠিক একদিন আগেই তাদের পাশে দাঁড়ানো চেষ্টা করেছি। আমরা প্রতি বছর রমজান, ঈদ এবং সংকটে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করে থাকি।
তারা বলেন, করোনা মহামারির সময়েও আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক ত্রাণ বিতরণ করেছি। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা যেন সবসময় গরীব ও অসহায় মানুষের দাঁড়াতে পারি, সেজন্য সকলের কাছে আমার পরিবারের জন্য দোয়া কামনা করছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available